Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তায় পুলিশ পেলেন শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের নিরাপত্তায় পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক দফা হামলার শিকার হওয়ার পর শাহাদাতের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) থেকে সার্বক্ষণিকভাবে শাহাদাতের নিরাপত্তায় চার জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকছে বলে বিএনপি নেতারা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘প্রার্থী (শাহাদাত হোসেন) নিজেই পুলিশ চেয়েছিলেন রিটার্নিং অফিসারের কাছ। রিটার্নিং অফিসার সিএমপিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপর সিএমপির পক্ষ থেকে চারজন করে পুলিশ সদস্য উনার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।’

নির্বাচনের দিন পর্যন্ত পুলিশ সদস্যরা শাহাদাতের সঙ্গে থেকে দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ কর্মকর্তা রউফ।

জানতে চাইলে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর শাহাদাতের গণসংযোগের সময় পুলিশী নিরাপত্তা থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘প্রার্থীসহ আমরা ইতোমধ্যে কমপক্ষে দশবার হামলার শিকার হয়েছি। গাড়ি ভাঙচুর করা হয়েছে। হুমকিধমকি তো আছেই। নির্বাচনের বাকি আর মাত্র দুইদিন। এখন আর পুলিশ দিয়ে লাভ কি!

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/আরডি/এমআই

নির্বাচন শাহাদাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর