Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব মানুষকে বিমার আওতায় আনতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৯:৩১

ঢাকা: সব শ্রেণি-পেশার মানুষকে বিমার আওতায় নিয়ে আসা দরকার বলে মন্তব্য করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসাইন এফসিএ। তিনি বলেন, বিমা খাত নিয়ে হতাশার দিক থাকলেও এই খাত ভেতরে ভেতরে অনেক ভালো কাজ করে যাচ্ছে।

রোববার (২৪ জানুয়ারি) দৈনিক বাণিজ্য প্রতিদিন আয়োজিত বিমা খাতের সমস্যা ও সম্ভাবনাবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের এমডি মো. জালালুল আজিম।

প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাজিম উদ্দিন ও বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস এম ইব্রাহিম হোসাইন।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার। সঞ্চলনা করেন পত্রিকার চিফ রিপোর্টার গিয়াস উদ্দিন।

আইডিআরএ’র চেয়ারম্যান ড. মো: মোশাররফ হোসাইন বলেন, ‘বিমা খাতকে একটা বিশ্বাসযোগ্য স্থানে দাঁড় করাতে চাই, যেন বিমা খাতের ওপর মানুষের আস্থা তৈরি হয়।’

তিনি বলেন, ‘বিমা খাত সবসময় মানুষের কল্যাণের কথা ভাবে। মানুষ যেন ভালো থাকে এটাই বিমা খাতের চাওয়া। দেশের সব মানুষ বিমার আওতাভুক্ত হলে এই খাত যেমন এগিয়ে যাবে, তেমনি মানুষও এর দ্বারা উপকৃত হবে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি বিভিন্ন দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘আমাদের দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান মাত্র শূন্য দশমিক ৫৭ শতাংশ। ভারতের অর্থনীতিতে তাদের বিমা খাতের অবদান ৩ দশমিক ৬৯ শতাংশ। এমনকি ইন্দোনেশিয়াতে বিমা খাতের অবদান ২ দশমিক ৩৬ শতাংশ।’

ড. মো. মোশাররফ হোসাইন বলেন, ‘বাংলাদেশ একটি টেকসই অর্থনৈতিক অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু আমরা বিমা খাত নিয়ে তার সমান্তরালে হাঁটতে পারিনি। তবে আমাদের অর্থনীতি সম্ভাবনাময়। আমরা যোগ্যতার সঙ্গে এগিয়ে গেলে দেশের অর্থনীতি অবদান রাখতে পারব।’

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান দেশের সকল পেশার সকল মানুষকে বিমার আওতায় আনতে এই খাতকে আস্থা অর্জন করতে হবে বলে জানান।

ড. মিজানুর রহমান বলেন, ‘এই খাতে সমস্যা যেমন আছে তেমন সম্ভাবনাও আছে। যোগ্য মানুষদেরকে নিয়ে আসতে পারলে এই খাত এগিয়ে যাবে। বিমা খাতে এমন একটা জায়গা সৃষ্টি করতে হবে যেন মেধাবীরা এই অঙ্গনে ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়। তবে বিমা খাত নিয়ে মানুষের মধ্যে অনাস্থা এবং ভুল ধারণা রয়েছে, যা দূর করতে বিমা সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বের সাথে কাজ করতে হবে।’

কাজিম উদ্দিন বলেন, ‘বিমা খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সবার আগে মানুষের আস্থা অর্জন করতে হবে। আর আস্থা অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন বিমা দাবি সময়মতো পরিশোধ করা।’

তিনি বলেন, ‘তৈরি পোশাকখাতের পরে এককভাবে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বিমা খাতে। এই খাতে প্রায় ২০ লাখ লোক কাজ করছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

আওতা দৈনিক বাণিজ্য প্রতিদিন বিমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর