Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দশম আর দ্বাদশের ক্লাস নিয়মিত, বাকিদের সপ্তাহে ১ দিন’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৯:০৭

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে। আর বাকিদের সপ্তাহে মাত্র একদিন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করতে হবে।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিধান করতে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব পাসের সময় এ তথ্য জনান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কেবলমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। এদের সিলেবাস শেষ করতে হবে।’

তিনি বলেন, ‘বাকি শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। একদিন এসে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হয় না। তাই সব শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে।’

এদিকে গত শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছে, ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। তাদের মতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে খুলে দিলে কোনোভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করা সম্ভব হবে না। তবে মাউশির নির্দেশনায়, স্বাস্থ্যবিধি যথাযথভাবে বজায় রাখতে একটি গাইডলাইনও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মার্চের ১৮ তারিখের পর থেকে টানা ১০ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিটিএম

ক্লাস টপ নিউজ ডা. দীপু মনি দশম ও দ্বাদশ নিয়মিত শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর