Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: চার আসামির জামিন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৮:৫৬

ঢাকা: লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৪ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আসামিদের জামিন আবেদন খারিজ করেন।

চার আসামি হচ্ছেন মো. আশরাফুল ইসলাম, মো. বাইজিদ বোস্তামি, মো. আবদুর রহিম ও মো. হেলাল উদ্দিন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।

তিনি বলেন, `লালমনিরহাটের ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় চার আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।`

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে পবিত্র কোরআন অবমাননার গুজব তুলে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত শহীদুন্নবী রংপুর শহরের শালবন রোকেয়া সরণি এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমআই

পিটিয়ে ও পুড়িয়ে হত্যা লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর