Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি ফিরোজ রশিদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৮:০৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৯:১৬

ঢাকা: ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিহতের দাবি জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব—এই সমস্ত সংগঠনগুলো বন্ধ করুন, যাতে কেউ নির্মূল করতে না পারে। কিসের নির্মূল কমিটি। এটা সমাজের একটা কালচার হয়ে গেছে।’

রোববার (২৪ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমাদের অনেক ভুঁইফোড় সংগঠন আছে। একটি সংগঠন আছে, নাস্তিক নির্মূল কমিটি আর একটি সংগঠন হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটি। এই নির্মূল করার ক্ষমতা এদের কে দিয়েছে। তুমি কে লোককে নির্মূল করার। আমাদের দেশে কোর্ট-কাচারি আছে না?’

তিনি আরও বলেন,  ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ঘাতকদের বিচার হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। তুমি কেনো নির্মূল করতে যাও, তোমরা নির্মূল করার কারা। এদের প্রতিহত করা দরকার।’

এছাড়া সংসদে কাজী ফিরোজ রশিদ নিজ দলের এমপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সংসদ অত্যন্ত প্রাণবন্ত সংসদ। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করেছে। সংসদে বিরোধী দলের আসনে বসেছি, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের কারও কারও বক্তব্যে বোঝা যায় না, আমরা কোন দলের সংসদ সদস্য। কোনো কোনো সংসদ সদস্য একবারও জাতীয় পার্টির নাম উচ্চারণ করে নাই। আমাদের নেতা এইচ এম এরশাদ সাহেবের নাম উচ্চারণ করে নাই। অথচ তারা আমাদের দলের সংসদ সদস্য। আমাদের মনোনয়ন নিয়ে সংসদে আছেন।’

সারাবাংলা/এএইচএইচ/এমআই

ঘাতক দালাল ফিরোজ রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর