Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামির ১৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৭:৫২

ঢাকা: ৪১ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় রাজধানীর ভাটারা থানার দায়ের করা মামলায় তিন আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সেলিম হাওলাদার, হেলাল উদ্দিন এবং ইকবাল। কারাদণ্ডের পাশাপাশি তিন আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রায় ঘোষণার আগে সেলিম হাওলাদার এবং হেলাল উদ্দিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত অপর আসামি ইকবাল পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা নতুন বাজার এলাকায় ২০১৮ সালের ৫ এপ্রিল অভিযান চালিয়ে মাইক্রোবাসের তেলের অব্যবহৃত ট্যাংকের ভিতর থেকে ৪১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১। এ ঘটনায় পরদিন র‌্যাব-১ এর নায়েব সুবেদার মাহবুবুর রহমান ভাটারা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) লাল মিয়া ওই বছরের ২৪ জুন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১২ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সারাবাংলা/এআই/এমও

ইয়াবা উদ্ধার ইয়াবা উদ্ধারের মামলা কারাদণ্ড

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর