ছেলেসহ বাবুল চিশতিকে আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৬:১০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৬:১১
ঢাকা: পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতী এবং তার ছেলে ছেলে রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরআগে এ দুই আসামিকে গত ১১ জানুয়ারি (শ্যোন অ্যারেস্ট) গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল।
২০২০ সালের ২৭ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে চার জনের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেনবাবুল চিশতীর দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামাল।
মামলার এজাহারে বলা হয়, গোলাম রসূল ২৩ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ২১০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং তিনি ২৬ লাখ ৫৫ হাজার ৩৬০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
মামলায় বলা হয়, এসব টাকা বাবুল চিশতী, তার ছেলে রাশেদুল ও শ্যালক মোস্তফা কামাল তাদের আয়ের অবৈধ উৎস, অবস্থান ও মালিকানা গোপন করে বৈধ করার উদ্দেশ্যে গোলাম রসূলের বিভিন্ন হিসাব নম্বরে জমা করেন, যা মূলত তাদের অবৈধভাবে অর্জিত অর্থ।
সারাবাংলা/এআই/এমআই