নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান: সিইসি
২৪ জানুয়ারি ২০২১ ১৪:৪৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৫:০৯
চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা। তিনি বলেন, প্রতিযোগিতায় নির্বাচন শুরু হবে কিন্তু সহিংসতায় শেষ হবে না। সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে, এটা হতে পারে না।
রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে চসিক নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা করবেন কিন্তু সেটা সহনশীল পর্যায়ে। এই নির্বাচন উপলক্ষে কয়েকজন নিরীহ ব্যক্তির জীবন চলে গেছে। এভাবে সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে এটা হতে পারে না।
নির্বাচন উৎসবমুখর হওয়ায় মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের ধন্যবাদ জানান সিইসি।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে প্রার্থী। সে কোন দলের, মতের, গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেককে তাদের নির্বাচনী প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের।
সারাবাংলা/এএম