Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের জন্য প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৩:৫৫

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক)। হাসপাতালের জরুরি বিভাগের নিচতলা প্রস্তুত রাখা হয়েছে। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে করোনা ভ্যাকসিনের বিষয়ে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের সঙ্গে।

পরিচালক বলেন, ‘বুধবার সকালে ডিজি হেলথ মিটিংয়ে নির্দেশনা দিয়েছেন করোনার ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি নিতে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের করোনা টিকা প্রদানের স্থান ঠিক করা হয়েছে, জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড। যেটি আগে থেকে জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল। সেটি এখন ভ্যাকসিন প্রদানের কাজে ব্যবহার করা হবে।’

রাজধানীর চারটি হাসপাতাল সর্ব প্রথমে করোনা ভ্যাকসিন পাবে। হাসপাতাল গুলো হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এর মধ্যে আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করা হবে।

ঢামেক হাসপাতাল পরিচালক নাজমুল হক আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের সঙ্গে মিটিং হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এ নিয়ে একটি কমিটিও করা হবে। আমাদের হাসপাতালে যে সকল স্বাস্থ্যকর্মীরা আছেন, যেমন চিকিৎসক, নার্স,ওয়ার্ডবয় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আনসার সদস্য সহ ডেইলি বেসিকের মাধ্যমে যারা কর্মরত আছেন, তাদেরকেও করোনা দেওয়া হবে। তারপর সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ ঢাকা মেডিকেল নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর