আমাদের রেশম খাত হবে বিশ্বমানের: বস্ত্র ও পাটমন্ত্রী
২৪ জানুয়ারি ২০২১ ১২:৪২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৪:২৩
ঢাকা: সরকারি ও বেসরকারি উদ্যোগে রেশম খাতকে বিশ্বমানে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
রোববার ( ২৪ জানুয়ারি) সকালে জেডিপিসি মিলনায়তনে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম পণ্যের প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রেশম খাতকে এগিয়ে নিতে হবে। সে জন্য বিশ্বমানে রূপান্তর করা হবে। পাশাপাশি প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টর এগিয়ে না এলে উন্নয়ন হবে না। সে জন্য সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে আলোচনা হওয়া।’
মন্ত্রী বলেন, ‘দুইবছর আগে আমরা দেখেছি সরকারিভাবে পাটশিল্পের বাজার ৫ শতাংশ নিয়ন্ত্রণ করত সরকার। আর বেসরকারিভাবে ৯৫ শতাংশ নিয়ন্ত্রণ করা হতো। সুতরাং প্রাইভেট সেক্টরের মাধ্যমে পাটের উন্নয়ন এসেছে।’
তিনি আরও বলেন, ‘রেশম উন্নয়ন বোর্ডের অনেক সম্পদ। একসময় রেশমের বাজার ভালো ছিল, তাহলে বাজার কেন খারাপ হলো, সেটিই প্রশ্ন। বিদেশি সুতার বাজার এখন সয়লাব। রেশম উন্নয়ন বোর্ডের সুতা বিক্রি হয় না। বিদেশি সুতার ওপর ৬০ শতাংশ ডিউটি (শুল্ক) এরপরও সেই সুতা আসছে। এখানে গলদ কোথায় খুঁজে বের করতে হবে। প্রাইভেট সেক্টর যদি সিল্ক ইন্ডাস্ট্রি গড়ে না তোলে তাহলে উন্নয়ন হবে না।’
পাট ও বস্ত্রমন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্টসে আমরা ভারত থেকে এগিয়ে আছি। সুতরাং রেশম সুতা উৎপন্ন করার যে পলিসিগুলো সেগুলো সরকার দেখবে। সরকার মডেল হিসেবে সেটিকে গড়ে তুলবে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রাইভেট সেক্টর আগ্রহী না হলে রেশম শিল্প গড়ে উঠবে না। সুতা আমদানি হলেও তাঁত শিল্প গড়ে উঠেছে। তাঁতিরা খুব খারাপ অবস্থায় আছে। কিছু কিছু শিল্প আছে তাঁতের মাধ্যমে হবে। দেশীয় সুতা কিভাবে তৈরি করা যায়, এটি নিয়ে ভাবতে হবে। কারণ আমরা পাটের ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখেছি সরকার ব্যবসা করবে না, ব্যবসা করবে প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর ভালো করছে তাদের বাহবা দিতে হবে। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা শুধু লোকসান গুনব এটি হতে পারে না। প্রাইভেট সেক্টর ও আমাদের সেমিনার করা উচিত। কোথায় সমস্যা সেটি বের করতে হবে। সরকার ভর্তুকি দেবে আর উন্নয়ন হবে না এটি হবে না। সুতরাং সবদিকে চিন্তা করতে হবে। সরকার মডেল করবে মানে হচ্ছে কিভাবে প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরকার সেটা করবে।’
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (রাজশাহী) মহাপরিচালক মু.আবদুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, জেডিপিসির অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালামসহ অন্যরা।
সারাবাংলা/এসজে/একে