Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রেজাউল করিমের বিজয় সময়ের ব্যাপার মাত্র’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৩:২৩

চট্টগ্রাম ব্যুরো: সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিজয় ‘সময়ের ব্যাপার মাত্র’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর ভিআইপি ব্যাংকুইট হলে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সাতকানিয়াবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

গত একযুগে দেশের মেগা প্রকল্পগুলোর কথা উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, ‘দৃশ্যমান উন্নয়নের কারণে পুরো দেশের চিত্র পাল্টে গেছে। সরকার শুধু পরিকল্পনা করেনি, পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। তাই আগামী ২৭ তারিখ চট্টগ্রামের মানুষ নৌকা প্রতীকেই ভোট দেবেন বলে আমরা বিশ্বাস করি।’

চলমান উন্নয়ন-অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে সমর্থন দিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘দুনীর্তিবাজ ও খুনিদের আমলে ফিরে যেতে না চাইলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ২৭ তারিখ নৌকা প্রতীকে ভোট দিন।’

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম টপ নিউজ বিপ্লব বড়ুয়া সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর