Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১১:৫০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১২:৩৯

বগুড়া: সদরের মাটিডালি এলাকা থেকে ২৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ রাসেল খান (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২। শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, ৩টি মোবাইল, ৪টি সিম কার্ড ও ৭শ টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আটক রাসেল খান টাঙ্গাইলের কালিহাতি থানার মৃত মোলফত আলী খানের ছেলে।

কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি রাসেল খানকে আটক করে। তাকে বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

আটক গাঁজা বগুড়া

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর