১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
২৪ জানুয়ারি ২০২১ ১০:৪৪
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় টানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রাতভর যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়া পাঁচটি ফেরি ঘাটে ফিরেছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে সহস্রাধিক যানবাহন। এতে চরম ভোগান্তির শিকার হন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারও যাত্রী। উভয়ঘাটে যানবাহনের দীর্ঘলাইন পড়ে যায়।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ পদ্মায় রাতভর আটকে পড়ে পাঁচটি ফেরি। সকাল ১০টার দিকে কুয়াশার তীব্র কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ পড়ে। উভয়ঘাটে যানবাহনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা।
সারাবাংলা/এএম