Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্মের প্রকৃত জ্ঞান থাকলে কেউ জঙ্গিবাদে জড়াতে পারে না’

সারাবাংলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১ ২১:৫৩

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ধর্মের প্রকৃত জ্ঞান থাকলে কোনো মানুষের পক্ষে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ডে জড়ানো সম্ভব নয়।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানী ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ ভাবনা ও কর্মময় জীবনের অভিজ্ঞতা বিনিময় সভা’ শীর্ষক আলোচনার আয়োজন করে বিবি ফাউন্ডেশন (বিবিএফ)। এ সময় তিনি জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করতে অভিভাবক, ইমাম ও শিক্ষক ও সাংবাদিকসহ সমাজের সব পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় মনিরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আগেই বুঝতে পেরেছিলেন যে, কেবল ধরপাকড় আর জেল দিয়েই জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। তাই মানুষকে সচেতন হতে হবে। সমাজের প্রতিটি জায়গা থেকে এ বিষয়ে সচেতন হতে হবে। এজন্য ইমাম, অভিভাবক, শিক্ষক ও মিডিয়ার ভূমিকাই সবচেয়ে বেশি।’

পরিবারে সন্তানের মধ্যে হঠাৎ পরিবর্তন আসলে সেটার দিকে নজর দিতে হবে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘একজন মানুষের যদি দেশপ্রেম থাকে এবং প্রাণখুলে জাতীয় সংগীত গাইতে পারে তাহলে সেই ব্যক্তি কখনো জঙ্গিবাদের মতো নৃশংস কর্মকাণ্ডে জড়িত হতে পারে না।’ এ সময় তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্বারোপ করেন।

মনিরুল ইসলাম একটি অভিযানের উদাহরণ দিয়ে বলেন, ‘আমরা একটা বাড়ি সারারাত ঘেরাও করে রেখেছিলাম। কিন্তু অভিযান চালাইনি। সকালে অভিযান চালাই। ঘরের ভেতরে একজনকে পাই। ঘরে রান্না করা খাবারও দেখি। ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলাম, খেয়েছ কিনা। সে খায়নি বলে জানায়। কারণ জিজ্ঞাসা করলে সে বলে, একবারে বেহেস্তে গিয়ে খাবো, তাই খাইনি।’

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম এই ছেলের মতো আরও অনেককে যারা এই ধরনের বেহেস্তের সহজ টিকিট দিয়েছে বা দিচ্ছে সেইসব স্বপ্ন বিক্রেতাদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

বাংলাদেশ এগুচ্ছে এবং এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে দেশের জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজানে হামলার পর অনেকের মনেই সংশয় ছিল, বাংলাদেশের ভবিষ্যত কোথায়? অর্থনীতিও একটা বিরাট ধাক্কা খেয়েছিল। মেট্রোরেলের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং গার্মেন্টসের বিদেশি ক্রেতারা দেশে আসতেও ভয় পেতেন। তারা অন্য কোনো দেশে বৈঠক করতেন। অথচ সেই দেশে জঙ্গিবাদকে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সমাজের সবার অংশগ্রহণের মাধ্যমে। এখন বিদেশিরাও আমাদের জানতে চায় এত দ্রুত জঙ্গিবাদ নির্মূলের উপায়।’

পুলিশ কমিশনার মনিরুল ইসলাম তরুণদের জাগ্রত হওয়ার আহ্বান জানান। তিনি মনের ভেতর জঙ্গিবাদবিরোধী অ্যান্ডিবডি তৈরির আহ্বান জানান। তিনি মনে করেন, পুলিশকে গতানুগতিক কাজের বাইরেও মানুষের উপকার হয় এমন কাজে বেশি জোর দিতে হবে। নিজের কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের জন্য খারাপ কাজ করা সহজ, কিন্তু ভালো কাজ করা কঠিন। অথচ এই ভালো কাজের মাধ্যমেই পুলিশবাহিনী জনগণের মনের মধ্যে প্রবেশ করতে পারে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দুইশ বছরের ইতিহাস চাইলেই এখনই পরিবর্তন করা সম্ভব নয়। তাই বর্তমানে পুলিশবাহিনীর সংস্কার কার্যক্রম এগিয়ে চললে একদিন পুলিশ বাহিনীর বদনাম থাকবে না।’ তিনি জঙ্গিবাদ দমনে সিটিটিসিসহ পুলিশের অন্যান্য ইউনিটের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে। এই অগ্রগতিতে ভূমিকা রাখার চেষ্টা করছে বিবি ফাউন্ডেশন।’ পুলিশসহ সবার অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে একটা উন্নত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান তপন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চয়ন শিকদার ও অ্যাডভোকেট হাসান তারিক পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক নজরুল ইশতিয়াক।

সারাবাংলা/পিটিএম

জঙ্গিবাদ বিবি ফাউন্ডেশন সিটিটিসি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর