Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ এপ্রিল থেকে আইপিও’র শেয়ার অনুপাতিক হারে বরাদ্দের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৬:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৬:৫১

ঢাকা: নতুন নিয়মে আগামী ১ এপ্রিল থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে এটি বাস্তবায়নে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশকে (সিডিবিএল) নির্দেশ দিয়েছে বিএসইসি।

গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির নির্দেশনায় বলা হয়, আগামি ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করতে ডিএসই, সিএসই ও সিডিবিএলকে ৩১ মার্চের মধ্যে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমটি (ইএসএস) প্রস্তুত রাখারও নির্দেশ দিয়েছে বিএসইসি।

সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর বিএসইসির কমিশন সভায় আইপিওতে আসা কোম্পানির শেয়ারের আনুপাতিক হারে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, আইপিওতে আবেদন করা সবাই আনুপাতিক হারে শেয়ার পাবে। তবে আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।

এছাড়া আইপিওতে সাধাণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা তার গুণিতক আবেদন করতে হবে বলেও জানানো হয়। বিএসইসির এই সিদ্ধান্ত আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বিএসইসি সূত্র।

সারাবাংলা/জিএস/এমও

আইপিও প্রাথমিক গণপ্রস্তাব শেয়ার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর