Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৫:৩৮

বরিশাল: বাকেরগঞ্জে ইটবোঝাই পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক সাইদুল ইসলাম। এ সময় অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) ও তার ছেলে নাজমুল (৬) নামের দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের বাকেরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর