Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৮ ঘণ্টা পর শাহজালালে বিমান চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৩:৪১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৬:২০

ঢাকা: ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার সাড়ে আট ঘণ্টা পর আবারও বিমান চলাচল শুরু হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার ( ২৩ জানুয়ারি) সারাবাংলাকে এ খবর নিশ্চিত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদ উল আহসান।

এইচএম তৌহিদ উল আহসান জানান, শুক্রবার দিবাগত রাত একটার পর ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টায় ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, এই সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো সৌদি এয়ারলাইন্স দুইটা, এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের দুইটা ও এমিরেটসের একটা বিমান। যেকোনো সময় এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গতকালও ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে আসা প্রতিটি ফ্লাইট দেড় থেকে তিন ঘণ্টা দেরিতে পৌঁছায়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কমপক্ষে ২৫টি ফ্লাইট ওঠানামায় সমস্যার সম্মুখীন হতে হয়। আন্তর্জাতিক অনেক ফ্লাইট ঢাকায় কুয়াশার তথ্য পেয়ে নিজ দেশ থেকে দেরিতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।

সারাবাংলা/এসজে/এএম

বিমান বিমান চলাচল শুরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর