Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডার্নার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া খুব একটা দেখা যায়নি: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১ ১২:১৪

মডার্নার টিকার তীব্র এলার্জিক প্রতিক্রিয়া খুব একটা দেখা যায়নি। মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়ে বলেছে, ৪০ লাখ প্রথম ডোজ প্রয়োগের পর মাত্র ১০ জনের শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা গেছে।

দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন করোনা মহামারি মোকাবেলায় ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। একইসঙ্গে সিডিসি প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে এক রিপোর্টে জানিয়েছে, মডার্নার টিকার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং মৃত্যুর মত কোনো ঘটনা ঘটেনি বলে এতে আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিডিসির উপাত্ত থেকে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ৩৯৬ জনকে প্রথম ডোজ দেওয়ার পর মাত্র ১০ জনের শরীরে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের ছয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকি চারজনকে জরুরি স্বাস্থ্য সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিডিসির গবেষণায় দেখা গেছে, পার্শ্বপ্রতিক্রিয়ার হার মডার্নার ভ্যাকসিনে ১০ লাখে ২ দশমিক ৫ এবং ফাইজারের টিকায় ১১ দশমিক ১। মডার্নার টিকায় যে ১০ জনের শরীরে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তাদের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৬৩ বছরের মধ্যে। এদের নয় জনেরই পূর্বের এলার্জি রেকর্ড রয়েছে। এদিকে ফাইজারের টিকাতেও যাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তাদের অধিকাংশই নারী। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের তুলনায় নারীদের বেশি ভ্যাকসিন দেয়া এর কারণ হতে পারে। সূত্র: বাসস।

সারাবাংলা/এএম

করোনা মহামারি টপ নিউজ পার্শ্বপ্রতিক্রিয়া মডার্নার ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর