যশোরে প্রায় ২ লাখ ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ী আটক
লোকাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১০:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১২:৫৮
২৩ জানুয়ারি ২০২১ ১০:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১২:৫৮
বেনাপোল: যশোরে এক লাখ নব্বই হাজার ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের হামিদপুর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিঠু মণ্ডল (২৭), শহিদুল ইসলাম (২৩), সোহেল রানা (৪০) ও রাকিবুল হাসান সাগর (২০)। তাদের বাড়ি যশোর ও বেনাপোলের বিভিন্ন এলাকায়।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার করে মোট ১ লাখ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা।
সারাবাংলা/এএম