Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশজুড়ে সুনাম ছড়াচ্ছে তাড়াশের খেজুরের গুড়

রানা আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ০৯:২২

সিরাজগঞ্জ: খেজুরের রসে তৈরি সিরাজগঞ্জের পাটালী গুড় দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। জেলার গণ্ডি ছাড়িয়ে বর্তমানে এই গুড় চলে যাচ্ছে দেশের সর্বত্র। এমনকি প্রবাসীদের কাছেও পৌঁছে যাচ্ছে স্বজনদের সহায়তায়। ঐতিহ্যবাহী তাড়াশের খেজুরের গুড় ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে।

শীত শুরুতেই জেলার তাড়াশ উপজেলায় সু-স্বাদু খেজুরের রস থেকে পাটালী গুড় তৈরির ধুম পড়ে যায়। এই অঞ্চলের লাল রঙের এটেল মাটির খেজুর গাছের রস যেমন মিষ্টি ও সু-স্বাদু, তেমনি খেজুর গুড়ের রঙ ও স্বাদ অন্য অঞ্চলের গুড়ের চাইতে সম্পূর্ণ আলাদা। এ কারণে তাড়াশ এলাকার গুড়ের সুনাম রয়েছে দেশজুড়ে। যা এখন বাণিজ্যিক রূপ ধারণ করেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে তাড়াশ উপজেলার কাঁস্তা গ্রামে গিয়ে দেখা যায়, তিনজন গাছিয়া গুড় তৈরিতে ব্যস্ত। কাজের ফাঁকে কথা হয় তাদের সঙ্গে।

রাজশাহী জেলার বাঘা থানার গাছিয়া জাকির হোসেন জানান, ভোর রাতে খেজুর গাছ থেকে রস নামিয়ে চুলায় রস জ্বাল দেয়া শুরু হয়। প্রায় ১ ঘন্টা জ্বাল দিয়ে তৈরি করা হয় পাটালি, দানা, ঝোলা গুড়সহ নানা প্রকারের সু-স্বাদু গুড়। তিনি আরও জানান, প্রতি কেজি গুড় ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এখান থেকে গুড় কিনে নিয়ে বিক্রি করেন বিভিন্ন হাট-বাজারে।

পার্শ্ববর্তী নাটোর জেলা থেকে আসা গাছিয়াদের পাশাপাশি স্থানীয় গাছিয়ারাও এ কাজের সঙ্গে যুক্ত। মৌসুমে প্রতি গাছে ৩ কেজি গুড় বা নগদ টাকা দিয়ে অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুর গাছ ইজারা নিয়ে প্রতিটি চুলায় দিনে ৪০ থেকে ৫০ কেজি গুড় তৈরি করে। এতে মৌসুমে তাদের ব্যয় বাদে আয় হয় অন্তত ৩০ থেকে ৪০ হাজার টাকা।

বিজ্ঞাপন

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলায় সারি সারি দাঁড়িয়ে আছে প্রায় ৩০ হাজার খেজুর গাছ। তবে যেভাবে প্রতিনিয়ত নিধন করা হচ্ছে খেজুর গাছ, তাতে অদূর ভবিষ্যতে রসনা-বিলাসী এসব খেজুরের গুড় পাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে।

জেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ জানান, খেজুর গাছ বৃদ্ধি ও গাছের সঠিক পরিচর্যা করতে গাছিয়াদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এএম

খেজুরের গুড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর