Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত চুয়াডাঙ্গার মকবুলার রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ২০:৪৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০০:৪৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান জ্ঞানতাপস মকবুলার রহমান (৯৫) মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গোটা চুয়াডাঙ্গা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুলার রহমান। তিনি মুন্সীগঞ্জ বাজারের প্রয়াত চিকিৎসক ডা. মকছুদ আলীর একমাত্র ছেলে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় মুন্সীগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে সেখানকার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ গ্রামে মকবুলার রহমানের জন্ম ১৯২৬ সাল মোতাবেক ১৩৩৩ বঙ্গাব্দের ১ আষাঢ়। কলকাতা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি ১৯৫০ সালে মুন্সীগঞ্জ একাডেমিতে প্রধান শিক্ষক পদে যোগ দেন। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি জেহালা ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন।

তৎকালীন চুয়াডাঙ্গা মহাকুমার ইউনিয়ন কাউন্সিলগুলোর মুখপত্র ‘পাক্ষিক গ্রাম’ পত্রিকার সম্পাদক ছিলেন মকবুলার রহমান। ১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর তাকে সভাপতি করে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। ১৯৭৩ সাল পর্যন্ত টানা সাত বছর তিনি ক্লাব সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের ২০ নভেম্বর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা হলে তিনি সেখানেও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

মকবুলার রহমান একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হয়ে নির্যাতিত হন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুও নির্ধারিত হয়েছিল। তবে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। ৫০ বছর পর শারীরিক অক্ষমতার কাছে হেরে গেলেন তিনি।

সারাবাংলা/টিআর

আলমডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি প্রথম চেয়ারম্যান মকবুলার রহমান