Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে বিএনপি: রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১৯:৩৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রেজাউল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘যারা পেট্রোল বোমা মেরে ও আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছিল, তারাই সুষ্ঠু-সুন্দর পরিবেশের সিটি নির্বাচনকে বানচাল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের জনগণ সুন্দর পরিবেশে নির্বাচন চায়। বিএনপি কোনোকিছু করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।’

বিএনপিকে ‘জনসমর্থনহীন ও নালিশি পার্টি’ আখ্যা দিয়ে রেজাউল আরও বলেন, ‘নালিশি পার্টি সবসময় নালিশ দিয়ে যাবে। তারা নিজেরা মারামারি করে আমাদের ওপর দায় তুলে দেয়। বিএনপির নেতাকর্মীরা কাজির দেউড়িতে আমাদের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করেছে, বাকলিয়ায় আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে। লিফলেট-পোস্টার ছিঁড়ে ফেলেছে। এরা অতীতের মতো অগ্নিসন্ত্রাস করে নির্বাচনকে বানচাল করতে চায়।’

এদিকে শুক্রবার নগরীর উত্তর ও দক্ষিণ পতেঙ্গা এবং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেন রেজাউল করিম চৌধুরী। এসময় বিভিন্ন পথসভায় তিনি সাগরতীরের জনপদ নগরীর পতেঙ্গা ও হালিশহরকে পর্যটন ও শিল্পভিত্তিক আধুনিক মডেল টাউন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

রেজাউল করিম বলেন, ‘পতেঙ্গা এলাকায় ইস্টার্ণ রিফাইনারি, বিমানবন্দর ও সিইপিজেডের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থাকায় যানজট থাকে। চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও নির্মাণাধীন কর্ণফুলী টানেলের কাজ শেষ হলে যানজটমুক্ত হবে পুরো চট্টগ্রাম। তখন পতেঙ্গা হালিশহরের মানুষকে শহরের অন্য প্রান্তে যেতে আর আগের মতো বেগ পেতে হবে না। আমি মেয়র নির্বাচিত হলে নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও পর্যটন পুলিশকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করব। পতেঙ্গা-হালিশহরকে নিরাপদ ও চিত্তাকর্ষক এলাকা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব, যেন এটি মডেল টাউন হিসেবে গড়ে ওঠে।’

বিজ্ঞাপন

নৌকায় ভোট চেয়ে রেজাউল বলেন, ‘পতেঙ্গা-হালিশহরের কৃষিপণ্য একসময় বেশ সমাদৃত ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় জোয়ারে নোনাপানি ঢুকে পতেঙ্গা হালিশহরের অনেক ভূমি এখন পরিত্যক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ করে এ সমস্যাকে অপার সম্ভাবনায় পরিণত করেছে।’

এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহনুর বেগম ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মেয়র প্রার্থী চসিক নির্বাচন টপ নিউজ নির্বাচন বানচাল রেজাউল করিম চৌধুরী ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর