Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার দাবিতে শ্রমিকদের পতাকা র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১৭:৪৭

ঢাকা: ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালি করেছে। শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচিও পালন করে তারা।

সমাবেশে ফেডারেশনের নেতারা বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় তারা ওভারটাইমের ওপর নির্ভরশীল। ওভারটাইম ভাতার ওপর নির্ভর করে গার্মেন্টস শ্রমিকরা তাদের পরিবার নিয়ে জীবনযাপন করেন। কিন্তু করোনাকালে ওভারটাইম না থাকায় মাসিক আয় কমে গেছে। এতে করে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছে। তাই ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দিতে হবে। আজকের সমাবেশ থেকে আমাদের এই একটাই দাবি। তাহলে শ্রমিকরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবে।’

ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে সংগঠনটির সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন।

এসময় বিভিন্ন গার্মেন্টসের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএইচ/এমও

করোনা ঝুঁকি ভাতা শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর