হায়দরাবাদে মসজিদের উদ্যোগে নারী জিমনেশিয়াম
২২ জানুয়ারি ২০২১ ১৭:০০ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:৫৯
ভারতের হায়দরাবাদের রাজেন্দ্রনগরে স্থানীয় একটি মসজিদের উদ্যোগে বস্তিবাসী নারীদের জন্য জিমনেশিয়াম চালু করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
এদিকে, তেলেঙ্গানা রাজ্যে এই প্রথম বস্তিবাসী নারীদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে মসজিদের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হলো।
এ ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, নারীদের মধ্যে অসংক্রামক রোগের বিস্তার ঠেকাতে ওই জিমনেশিয়াম চালু করেছে মসজিদ কর্তৃপক্ষ। পাশাপাশি, একজন নারী প্রশিক্ষকের অধীনে তারা শরীর গঠনের সুযোগও পাচ্ছেন।
এছাড়াও, বস্তিবাসী ওই নারীদের জন্য জিমনেশিয়ামের পক্ষ থেকে একজন স্বাস্থ্য পরামর্শক এবং একজন চিকিৎসকও নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, হায়দরাবাদের পুরাতন শহররে বস্তিগুলোতে পরিচালিত এক জরিপ থেকে জানা যায়, সেখানকার ৫২ শতাংশ নারী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
তারপর, রাজেন্দ্রনগর মসজিদ কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি উন্নয়ন সংস্থা, স্থানীয় হেলপিং হ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বস্তিবাসী নারীদের জন্য এই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়।
সারাবাংলা/একেএম