Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিশোরের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১৬:৪০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৬:৪১

প্রতীকী ছবি

জয়পুরহাট: কালাই উপজেলায় রিপন হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের একটি আলু ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহত রিপন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ওসি জানান, রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে একটি অটোরিকশার গ্যরেজে শ্রমিকের কাজ করত। বৃহষ্পতিবার রাতে সে বাড়িতে খাবার খেয়ে গ্যারেজে আসার পর সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে বের হয়ে আর গ্যারেজে ফিরে যায়নি। শুক্রবার দুপুরে কৃষকরা মাঠে কাজ করতে এসে আলু ক্ষেতে এক কিশোরের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোনো অটো ছিনতাইকারী চক্র আরোহী সেজে অটোরিকশাসহ রিপনকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

সারাবাংলা/এসএসএ

কিশোর জয়পুরহাট লাশ উদ্ধার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর