Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১১:৪৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১২:০৬

আশুলিয়া: সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজহার নামে (৬৫) ওই মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সাভারের আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় আবাসিক হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। ১৫ জানুয়ারি ওই মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। ধর্ষণের শিকার শিশুটি সহপাঠীদের মাধ্যমে চিঠি বাবা-মাকে এই ঘটনা জানায়।

বিজ্ঞাপন

পরে বুধবার মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই শিশুর বাবা-মা।

ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। আটক ধর্ষণকারীর বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, ধর্ষণ মামলার আসামি ওই অধ্যক্ষকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ ধর্ষণ মামলা ধর্ষণের শিকার মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার শিশুকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর