বরিশালে সড়ক দুর্ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকসহ আহত ৬
২২ জানুয়ারি ২০২১ ১০:৪৩
বরিশাল: গৌরনদীতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকসহ ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইল্লা দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এইচএম মাহমুদুর রহমান, তার স্ত্রী ঝর্না সুলতানা, আত্মীয় হাসনা ইকবাল, ইসরাত হোসেন পুন্নী, পিকআপ চালক রনি ও ভ্যানচালক লিটন।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব ইসলাম জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুর রহমান ও তার পরিবারের তিন সদস্য একটি প্রাইভেটকারযোগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদীর ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছায়। এ সময় বিপরীত দিকে থেকে আসা পিকআপের সঙ্গে ওই প্রাইভেটকারের সংঘর্ষ হয়।
তিনি জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও প্রাইভেটকারটি জব্দ করেছে।
সারাবাংলা/এএম