Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আওয়ামী লীগ নেতাকে নির্যাতন, পুলিশ সুপার প্রত্যাহার

লোকাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১০:১৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১২:০০

বেনাপোল: যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপুকে নির্যাতনের দায়ে জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গ যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রলয়কুমার জোয়ার্দারকে। যিনি নরসিংদীর এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই বদলির খবর জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয়কুমার দাস। একই প্রজ্ঞাপনে শেরপুরের পুলিশ সুপার আশরাফুল আজীমকে নরসিংদীর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: পুলিশি নির্যাতনে আওয়ামী লীগ নেতা আহত, হেলিকপ্টারে ঢাকায়

মুহাম্মদ আশরাফ হোসেন প্রায় দুই বছর যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বদলির বিষয়ে জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কেউ মন্তব্য করতে চাননি। তবে পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের ঘটনায় একজন অতিরিক্ত পুলিশ সুপার, কোতয়ালী থানা ও ফাঁড়িতে কর্মরত কয়েকজন ইন্সপেক্টরকে যশোর থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে নিশ্চত করেছে।

 

 

সারাবাংলা/এএম

যশোর পুলিশ সুপার