ভারতে পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৮ জনের প্রাণহানি
২২ জানুয়ারি ২০২১ ০৯:৪২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১১:৫৯
ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগগা জেলায় পাথর খনির খাদে ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। বোম ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা সিলগালা করে দেওয়া হচ্ছে।
দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরও সেখানে বেশকিছু জীবিত ডিনামাইটের স্টিক দেখা গেছে।
এ ঘটনায় শুক্রবার সকালে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০.২০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে আশপাশের ১৫-২০ কিলোমিটার এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। কাছাকাছি এলাকার রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে গেছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে কম্পন অনুভূত হয়েছে।
সারাবাংলা/এএম