Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে ঘর পাচ্ছে ২৬৮ গৃহহীন পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২১:১৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২১:১৯

রাঙ্গামাটি: পার্বত্য রাঙ্গামাটি জেলায় প্রথম ধাপে ২৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বসতঘর পাচ্ছেন। বরাদ্দকৃত বসতঘরে পানি ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেওয়া আছে। বৃহস্পতিবার বিকালে (২১ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’; সেই ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাসজমির বন্দোবস্ত দেওয়াসহ রাঙ্গামাটির ভূমিহীন ও গৃহহীন ২৬৮টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দফায় রাঙ্গামাটি সদর উপজেলায় ৬০, কাপ্তাই উপজেলায় ৩০, রাজস্থলী উপজেলায় ৬২, বরকল উপজেলায় ১৯, বাঘাইছড়ি উপজেলায় ৩৫, লংগদু উপজেলায় ৩৪ ও নানিয়ারচর উপজেলায় ২৮টিসহ মোট ২৬৮টি ঘর নির্মাণ শেষ হয়েছে। ঘর প্রতি বরাদ্দ রয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতি ঘরে দু’টি কক্ষ, একটি রান্নাঘর ও টয়লেট রয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, “এই প্যাকেজের আওতায় সারাদেশে মোট ৬৯ হাজার ৯০৪টি পরিবার ঘর পাবেস। এরমধ্যে রাঙ্গামাটি জেলায় ৭৩৬টি বসতঘর নির্মাণের বরাদ্দ এসেছে। প্রধম ধাপে আমরা ‘ক’ শ্রেণির (জমি নেই, ঘর নেই) ২৬৮টি পরিবার ঘর বুঝিয়ে দিচ্ছি। বাকি ঘরগুলোও নির্মাণাধীন রয়েছে।”

প্রেস কনফারেন্সে জানানো হয়, সারাদেশের মতো শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। জেলার অন্যান্য উপজেলা হতে উপজেলা পরিষদ মিলনায়তনেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টরা সংযুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গৃহহীন ঘর বরাদ্দ