পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য
২১ জানুয়ারি ২০২১ ১৯:২৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৯:২৯
ঢাকা: সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী এ আইন কর্মকর্তা নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি পদ্যত্যাগ পত্র অ্যাটর্নি জেনারেলের অফিসে জমা দিলেও আজ (২১ জানুয়ারি) বিষয়টি প্রকাশ পেয়েছে।
দেবাশীষ ভট্টাচার্য সারাবাংলাকে বলেন, ‘আমি একান্তই নিজের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো বিষয় নেই। আমার পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এটি এখন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে যাবে।’
তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় আসেনি। আমি দেবাশীষ ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
এর আগে, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয় সরকার।
সারাবাংলা/কেআইএফ/একে