Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু, ডিআরইউতে জানাজা রাতে

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৮:৫৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২০:২২

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক আফজালুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

আফজালুর রহমানের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে আফজালুরের মরদেহ রাত ৮টায় জানাজার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে নেওয়া হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হবে।

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন এর সাবেক প্রতিবেদক আফজালুর রহমান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া তিনি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) একজন সদস্য ছিলেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আফজালুরকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে  মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ও রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম।

সারাবাংলা/ইউজে/একে

আফজালুর রহমান করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর