Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২য় ধাপে ভ্যাকসিন নেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২১ ১৮:৩৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২২:৫২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৫০ বছরের বেশি বয়স্ক মুখ্যমন্ত্রী, এমপি এবং এমএলএরা দ্বিতীয় ধাপে করোনা ভ্যাকসিন নেবেন। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সূত্রের বরাতে এ তথ্য জানান হয়েছে।

এর আগে, জানুয়ারির ১৬ তারিখ থেকে ভারতে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

প্রথমধাপে, করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনার হিসেবে কর্মরত দেশটির স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসকদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তারও আগে, জানুয়ারির ৬ তারিখে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিন জরুরিভাবে ভারতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়।

দ্বিতীয় ধাপে ভারতে ৫০ বছরের বেশি বয়স্কদের করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। তার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীসহ ৫০ বছরের বেশি বয়স্ক জনপ্রতিনিধিদের ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন টপ নিউজ দ্বিতীয় ধাপ নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর