Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোভ্যাক্সে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২১ ১৮:০০

সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন বৈশ্বিক জোট কোভ্যাক্সে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ডব্লিউএইচও’র কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিফ মেডিকেল অ্যাডভাইজার অ্যান্থনি ফাউচি।

ফাউচি জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবারের মধ্যেই একটি নির্দেশনা জারি করবেন। যার মাধ্যমে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতকরণের আন্তর্জাতিক জোট কোভ্যাক্সে প্রবেশ করবে যুক্তরাষ্ট্র।

পাশাপাশি, ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ডোয়াল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থার সঙ্গে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন – জানান ফাউচি।

এর আগে, ২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধ করে দেবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলে ট্রাম্প। এছাড়াও, যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স জোটে না থাকার বিষয়টিও স্পষ্ট করেছিলেন তিনি।

সে সময়, ডব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সারাবাংলা/একেএম

অ্যান্থনি ফাউচি করোয়া ভ্যাকসিন কোভ্যাক্স জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর