Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩তম বিসিএসে আবেদনের সময় বৃদ্ধির অনুরোধ ইউজিসির

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৬:৫৯

ঢাকা: ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ২১ জানুয়ারি পত্র দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পিএসসি চেয়ারম্যানের কাছে ইউজিসির পক্ষে কমিশনের সচিব এক চিঠিতে এই অনুরোধ জানান।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সবে শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ তারিখ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। গত ১৩ ডিসেম্বর এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়সমূহের পক্ষ থেকে উপাচার্যরা কমিশনকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। কমিশনও করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়সমূহের এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে।

সারাবাংলা/টিএস/একে

৪৩তম বিসিএস ইউজিসি পিএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর