Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৬:৫৫

মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলামীন শরীফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.মো.মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার আলামীন উপজেলার বাদুরা গ্রামের আনোয়ার শরীফের ছেলে।

ওসি জানান, ২০১৬ সালের একটি অস্ত্র আইনের মামলায় (জেলা ও দায়রা জজ) বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত চট্রগাম এর বিচারিক হাকিম ২০১৯ সালের ৭ আগস্ট আসামি আলামীন শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই সে পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

গ্রেফতার মঠবাড়িয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি