সূচক বাড়লেও কমছে বেশিরভাগ শেয়ারের দাম
২১ জানুয়ারি ২০২১ ১৬:৩০
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। সেইসঙ্গে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। তবে সূচকের পাশাপাশি বাজার মূলধনও বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৬০টি কোম্পানির ৩৫ কোটি ১০ লাখ ২৮ হাজার ১০৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৪ পয়েন্ট এবং ডিএসইর-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫৬টি কোম্পানির ১ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ১৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। দিনশেষে সিএসইতে ৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৯৭ লাখ টাকা। এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে।
সারাবাংলা/জিএস/পিটিএম