Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৫:১৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৫:১৬

নোয়াখালী: পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকা থেকে মো. ওমর ফারুক সোহান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহান সুধারাম থানার জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ওমর ফারুক সোহানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিস ইয়াবা, একশ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার সোহানের বিরদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি মাদক মামলা ও ১ টি পুলিশ অ্যাসল্ট মামলাসহ ৪ টি মামলা রয়েছে। এছাড়া সুধারাম মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে অরো ২টি মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

গ্রেফতার নোয়াখালী মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর