Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৪:৩১

কুয়াকাটা: পটুয়াখালীর মহিপুরে নাসির উদ্দিন হাওলাদার (৪২) নামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আলীপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাসির উপজেলার পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহান উদ্দিন হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গত ৭ ডিসেম্বর স্বামীর সঙ্গে বিরোধের মীমাংসার কথা বলে এক গৃহবধুকে মোবাইল ফোনে লেম্বুরচর এলাকায় ডেকে নেয় ৫ যুবক। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরদিন সকালে ওই গৃহবধু ছাড়া পেয়ে তার ছোট ভাইয়ের বাড়িতে উঠলে তিনি মহিপুর থানায় গিয়ে ৫ জনের নামে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন।পরে গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। পরে রাতেই তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আজ সকালে নাসির উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

আসামি গ্রেফতার ধর্ষণ মামলা পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর