Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টে হাজীগঞ্জ বিএনপির ১০৯ নেতাকর্মীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ২৩:৪৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০০:১০

ঢাকা: পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ বিএনপির ১০৯ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ জানুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন ও সোহরাব হোসেন পলাশ।

আদেশের বিষয়টি সারাবালাকে নিশ্চিত করে আইনজীবী সগির হোসেন লিয়ন বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় চাঁদপুররের হাজীগঞ্জ বিএনপির ১০৯ নেতাকর্মীকে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। আমাদের ১১টি আবেদেন শুনানি নিয়ে আদালত ১০৯ জনকে জামিন দিয়েছেন। একইসঙ্গে তাদের ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলেছেন আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১২ জানুয়ারি বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৩ জানুয়ারি পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ।

সারাবাংলা/কেআইএফ/টিআর

১০৯ নেতাকর্মীর জামিন জামিন পুলিশের ওপর হামলা সরকারি কাজে বাধা হাইকোর্টে জামিন হাজীগঞ্জ বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর