Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ২৩:১৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২৩:৫৯

ঢাকা: নতুন গ্যাস লাইন স্থাপনের কার্যক্রম পরিচালনার জন্য বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেশ কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস।

বুধবার (২০ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চুনকুটিয়া এলাকায় চেইনেজ ৩৩+৯৮০ থেকে ৩৪+২০০ এবং ৩৪+০৭৩ থেকে ৩৪+৩২০ সড়কের অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইনের সঙ্গে নবনির্মিত বিতরণ লাইনের স্থাপন কাজের টাই-ইন করা হবে।

বিজ্ঞাপন

এই কাজের জন্য মেঢাবিবি-২-এর আওতাভুক্ত কালীগঞ্জ, চুনকুটিয়া, শুভাড্যা, মীরেরবাগ, খেজুরিয়া, ইকুরিয়া (আংশিক) ও সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের জন্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।

সারাবাংলা/জেআর/টিআর

গ্যাস সরবরাহ গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর