প্রাথমিকে উপবৃত্তি পেতে লাগবে জন্মসনদ
২০ জানুয়ারি ২০২১ ২২:২১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২৩:৪৩
ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে হলে বাধ্যতামূলকভাবে জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে। উপবৃত্তির আবেদন করার সময়েই তথ্য এন্ট্রিতে এই সনদ সংযুক্ত করতে হবে।
বুধবার (২০ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
মো. ইউসুফ আলী বলেন, উপবৃত্তির জন্য আবেদন করতে হলে সেখানে জন্মসনদ জমা দিতে হবে। এ নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আমরা বিষয়গুলো জন্মনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে আলাপ করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, সারাদেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে তিন হাজার ইউনিয়ন পরিষদের নিবন্ধন কার্যক্রম উন্নত করা হয়েছে। যেসব এলাকায় নিবন্ধন কার্যক্রমে সমস্যা হবে, সেখানকার উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করবেন। উপজেলা পর্যায়ে সমাধান না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি-এর সঙ্গে যোগাযোগ করবেন।
কক্সবাজারে জন্মনিবন্ধন কার্যক্রম আপাতত না থাকায় উপজেলা টাস্কফোর্সে যোগাযোগ করে জন্মনিবন্ধন সনদ সংগ্রহের পরামর্শ দিয়েছেন ইউসুফ আলী।
এদিকে, সার্ভার জটিলতা, জন্ম নিবন্ধন তথ্য জটিলতাসহ নানা সমস্যার কারণে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য প্রদানের সময় আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এই সময় বাড়ানো হলো।
এ প্রসঙ্গে মো. ইউসুফ আলী বলেন, প্রথম দিকে নগদের সার্ভার, জন্ম নিবন্ধন সংক্রান্ত নানা জটিলতার কারণে সবাই তথ্য দিতে পারেননি। এই সমস্যগুলোর সমাধান হওয়ায় ২৫ জানুয়ারির মধ্যে সবাই তথ্য দিতে পারবেন।
সারাবাংলা/টিএস/টিআর