সরকারি স্কুলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু বৃহস্পতিবার
২০ জানুয়ারি ২০২১ ২২:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২৩:৩৯
ঢাকা: সরকারি স্কুলে প্রথম ধাপে লটারি থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে আজ বুধবার (২০ জানুয়ারি)। আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া। এবছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সবমিলিয়ে ৭৭ হাজার ১১৪টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বলছে, এ বছর তাদের অধীন সারাদেশের ৩৯০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে তদারকি করা একটি সফটওয়্যারের মাধ্যমে লটারি করে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
লটারির মাধ্যমে নির্বাচিতদের মধ্য থেকে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে। ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষমাণ থেকে ভর্তি নেওয়া হবে। শেষ দিন সেই তথ্য মাউশিতে পাঠাতে হবে।
কোটার মাধ্যমে নির্বাচিত আসনে কেউ ভর্তি না হলে স্কুল থেকে টেলিটকে আবারও ২৫ জানুয়ারির আগে চাহিদা দিতে হবে। সেখানে কোটায় আবেদনকারী অন্যদের মধ্যে ফের লটারি করা করে শিক্ষার্থী নির্বাচন করবে। কোটা না পাওয়া গেলে সাধারণ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করানো যাবে।
সারাবাংলা/টিএস/টিআর
অপেক্ষমাণ তালিকা লটারির মাধ্যমে ভর্তি সরকারি বিদ্যালয় সরকারি স্কুলে ভর্তি