গণতন্ত্র পুনরুদ্ধারই বড় প্রতিশোধ: গয়েশ্বর
২০ জানুয়ারি ২০২১ ২০:০১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২০:০৪
কেরাণীগঞ্জ: ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারাই হচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বড় প্রতিশোধ। যার হাতে অস্ত্র আছে, তার অস্ত্র কেড়ে নিয়ে সঠিক পথ দেখানোই হচ্ছে বড় কাজ। এক্ষেত্রে কাউকে আঘাত করতে হয় না। আমাদের নেতা জিয়াউর রহমান এমন গণতন্ত্রেই বিশ্বাস করতেন।’
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম ও নাজিম মাস্টারসহ অনেকে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমান কোনো রাজনীতিবিদ ও কোনো দল নিয়ে কটাক্ষ করে সমালোচনা করতেন না। অন্যারা কী করে তা মানুষ জানে। তিনি নিজে কী করবেন তা নিয়ে কথা বলতেন। তিনি জনগণকে স্বপ্ন দেখাতেন। আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের ভিশন নিয়ে ব্যস্ত থাকতেন।’
তিনি বলেন, ‘জিয়া ছিলেন উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আধুনিক রাষ্ট্র গঠনের প্রতীক, সততা ও নিষ্ঠা প্রতীক। আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। কারণ, আমাদের নেতা জিয়াউর রহমানকে নিয়ে কেউ কোনো নেতিবাচক কথা উচ্চারণ করতে পারে না। যারা করে হিংসা-ঈর্ষার কারণে করে। যারা জিয়াকে নিয়ে নেতিবাচক কথা বলে ওদের নিয়ে ভালো কথা কেউ বলে না।’
গয়েশ্বরচন্দ্র বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। আমাদের নেতা তারেক রহমান প্রবাসে কেন? আমাদের নেতাকর্মীদের ওপর এত নির্যাতন কেন? কারণ, আমরা একজন দেশপ্রেমিক নেতা জিয়াউর রহমানের পথে আছি। আমাদের চেতনা, আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব।’
সারাবাংলা/এজেডে/এমআই