Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজাউলের প্রচারে ছাত্রলীগ কর্মীদের ওপর ‘যুবদলের হামলা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৯:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে গণসংযোগের সময় ছাত্রলীগের একদল নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতরা এ জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘কাছাকাছি স্থানে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ছাত্রলীগ এবং বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে যুবদল গণসংযোগ করছিল। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তঃত তিন জন আহত হয়েছেন।’

আহতদের মধ্যে সোহান (২৪) নামে একজনের মাথায় গুরুতর জখম হয়েছে বলেও জানান ওসি।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে একজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

নির্বাচন রেজাউল শাহাদাত

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর