নেটফ্লিক্সের নিবন্ধিত গ্রাহক ২০ কোটি
২০ জানুয়ারি ২০২১ ১৯:২৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৯:৪৩
২০২০ সালে নেটফ্লিক্সের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। স্ট্রিমিং জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি বলছে, মহামারির মধ্যে তাদের দর্শক সংখ্যা বেড়েছে। খবর বিজনেস ইনসাইডার।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) চতুর্থ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি, সেখানে তাদের গ্রাহক বৃদ্ধির ব্যাপারে জানানো হয়েছে।
এদিকে ওই প্রতিবেদনে জানান হয়েছে, শুধুমাত্র চতুর্থ প্রান্তিকেই নেটফ্লিক্স পেইড সাবস্ক্রাইবার পেয়েছে ৮৫ লাখেরও বেশি।
এ ব্যাপারে নেটফ্লিক্স জানিয়েছে, আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে, ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে গড় নিবন্ধিত গ্রাহক সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ।
নেটফ্লিক্স বলছে, ২০১৮ সালের শুরু থেকে তাদের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১১ কোটি ১০ লাখ থেকে ২০ কোটি ৪০ লাখে উঠে এসেছে। গ্রাহক প্রতি গড় আয় ৯ দশমিক ৮৮ ডলার থেকে বেড়ে ১১ দশমিক দুই ডলার হয়েছে।
পাশাপাশি, চতুর্থ প্রান্তিকে নেটফ্লিক্স ৬৬৪ কোটি ডলার আয়ের খবর জানিয়েছে।
বার্ষিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০২০ সালে নেটফ্লিক্সে তিন কোটি ৭০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন এবং বার্ষিক আয় হয়েছে দুই হাজার ৫০০ কোটি ডলার।
সারাবাংলা/একেএম