Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়াত সেলিমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি নওফেলের

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৮:২০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: সদ্যপ্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের বাসায় শোক ও সমবেদনা জানাতে গিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি যেকোনো প্রয়োজনে প্রয়াতের স্ত্রী-সন্তানদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে প্রয়াত সেলিমের বাসায় গিয়ে সেলিমের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ইমতু ও তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল, মেয়ে তাসনিন তারেক ও তাফানুর তারেককে সমবেদনা জানান নওফেল।

বিজ্ঞাপন

এসময় নওফেল বলেন, ‘তারেক সোলেমান সেলিম আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলনসহ সব সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল প্রয়াণে আওয়ামী লীগ রাজপথের একজন পরীক্ষিত নেতাকে হারালো। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও তারেক সোলেমান সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারেক সোলেমান সেলিম। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের আলোচিত ছাত্রলীগ নেতা সেলিম খেলাঘর সংগঠক হিসেবে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সেলিম চসিকের চারবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম নওফেল প্রয়াত সেলিম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর