Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২১ ১৮:০২

বিশ্বের ছয় পরাশক্তির মধ্যে ২০১৫ সালে প্রণীত পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফের দেখতে চায় ইরান। প্রেসিডেন্ট হাসান রুহানির সই করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি চুক্তিতে ফেরার আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্স।

বুধবার (২০ জানুয়ারি) অভিষেকের মঞ্চে দাঁড়াচ্ছেন জো বাইডেন। তিনি ওয়াশিংটনকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে, রুহানি তার বক্তব্যে বাইডেনকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ওই ভাষণে রুহানি বলেন – যদি ওয়াশিংটন পরমাণু চুক্তিতে ফেরে, তাহলে তেহরান চুক্তির প্রতিশ্রুতির ব্যাপারে পুরোপুরি শ্রদ্ধাশীল থাকবে।

পাশাপাশি, যার হাত ধরে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও এসেছে ইরানি প্রেসিডেন্টের কথায়। রুহানি বলেন – ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ইরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপের’ নীতিও পুরোপুরিই ব্যর্থ হয়েছে।

সারাবাংলা/একেএম

ইরান জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্র হাসান রুহানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর