Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় দম্পতির মৃত্যু, বাসচালক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৭:৩৩

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী মারা যাওয়ার ঘটনায় আজমেরী পরিবহনের বাসচালক তসিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড মঞ্জুর করে।

বিজ্ঞাপন

গত ১৮ জানুয়ারি মোটরসাইকেলে করে দক্ষিণখানের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ইকবাল (২৬) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২২)। সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর এলাকার পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি। তাদের পাঁচবছয় বয়সী একটি কন্যাশিশু রয়েছে।

ঘটনার পর ওদিনই মৃত মিতুর বাবা মানিক মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে গাজীপুরের মৌচাক এলাকা থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

সারাবাংলা/এআই/একে

আজমেরী পরিবহন টপ নিউজ দম্পতি নিহত বাসচাপা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর