Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন উপহার, ভারতকে ধন্যবাদ জানালেন ইনু

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৬:৪৮

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারত সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে জাসদ সভাপতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বৈশ্বিক মহামারি মোকাবিলায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। ওষুধ ও চিকিৎসা সামগ্রী উপহার দিয়ে ভারত সরকার প্রতিবেশী দেশগুলোর প্রতি বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব প্রকাশ করেছে। এ সহযোগিতাপূর্ণ মনোভাব বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতোই অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছিল তা আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।’

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ভ্যাকসিন হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর